বড়মানিকা উচ্চ বিদ্যালয়, স্থাপিত ১৯৮৮ ইং। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৎকালীন প্রেসিডেন্ট জনাব লে. জেনালের এইচ,এম, এরশাদ সাহেব, ১৯৮৭ সালের শেষ দিকে পাঁচবিবি উপজেলা সদরে অবস্থিত বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় দুটি জাতীয়করন করেন। ফলে বিদ্যালয় দুটিতে শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা সীমিত হয়। বৃহত্তর পঁাঁচবিবি উপজেলার সিংহভাগ শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার উপক্রম। এহেন অবস্থায়, উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, সর্ব-স্তরের জনগণের আবেদনের প্রেক্ষিতে অত্র উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, আয়মারসুলপুর ইউনিয়নের ছিট মানিক মৌজায় ছোট যমুনা নদীর পাশে এই বড়মানিকা উচ্চ বিদ্যালয়টি স্থাপন করেন। ১৯৮৮ ইং সালে বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর বৃহত্তর এলাকার সিংহ ভাগ শিক্ষার্থী তথা জনগণের চাহিদা পূরন করে আসছে। ১৯৯২ ইং এবং ১৯৯৩ ইং সালে পর্যায় ক্রমে অষ্টম ও নবম শ্রেণী অনুমোদন লাভ করে। ১৯৯৪ ইং সালে এম,পি,ও ভূক্ত হয়ে অদ্যাবধি অত্যন্ত সুষ্ঠু ভাবে পরিচালিত হয়ে আসছে।
Total Students
Class TenTotal Students
Class NineTotal Students
Class EightTotal Students
Class SevenTotal Students
Class Six